A PHP Error was encountered

Severity: Warning

Message: getimagesize(): http:// wrapper is disabled in the server configuration by allow_url_fopen=0

Filename: views/template.php

Line Number: 36

Backtrace:

File: /home/bdtnews24/public_html/application/views/template.php
Line: 36
Function: getimagesize

File: /home/bdtnews24/public_html/application/controllers/Article.php
Line: 97
Function: view

File: /home/bdtnews24/public_html/index.php
Line: 292
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: getimagesize(http://bdtnews24.com/uploads/news/7274/image-10710-1508400539.jpg): failed to open stream: no suitable wrapper could be found

Filename: views/template.php

Line Number: 36

Backtrace:

File: /home/bdtnews24/public_html/application/views/template.php
Line: 36
Function: getimagesize

File: /home/bdtnews24/public_html/application/controllers/Article.php
Line: 97
Function: view

File: /home/bdtnews24/public_html/index.php
Line: 292
Function: require_once

বাংলাদেশ শুক্রবার 24, January 2020 - ১১, মাঘ, ১৪২৬ বাংলা


'মিস ওয়ার্ল্ড' হওয়ার স্বপ্ন দেখছি: জেসিয়া

০৪ ডিসেম্বর, ২০১৮ ২১:৩১:০৬

বিডিটিনিউজ ডেস্ক:

জেসিয়া ইসলাম। সম্প্রতি 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'-এর মুকুট উঠেছে তার মাথায়। ‘মিস ওয়ার্ল্ড’ এর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে আজ চীনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

যাওয়ার আগে একটি পত্রিকাকে তিনি জানান তার নানা অনুভূতির কথা। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য তুলে ধরা হল তার সাক্ষাৎকারটি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যাচ্ছেন। সেখানে আপনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। এবং সেটি পাটজাত পোশাকে। কেমন লাগছে?

অবশ্যই অনেক ভালো লাগছে। কারণ পাট আমাদের দেশের ঐতিহ্য। আর তা থেকে উৎপাদিত পণ্যে আমি সাজবো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো, এটি অবশ্যই গর্বের ব্যাপার।

সবমিলিয়ে প্রস্তুতি কেমন?

এইতো, অনেক ভালো।

কীভাবে নিজেকে প্রস্তুত করছেন?

ড্যান্স রিহার্সাল চলছে। কারণ মূল প্রতিযোগিতায় ট্রাডিশনাল কোন গানে আমাকে পারফর্ম করতে হবে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পেছনে সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন কার কাছ থেকে?

নিজেকেই নিজে উৎসাহিত করেছি। বলেছি, কেন সম্ভব নয়? সবই সম্ভব। কিছু বন্ধুরাও আমাকে বলেছে, তুই পারবি। সেখান থেকেই সবমিলিয়ে এগিয়ে চলা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হওয়ার সেই মুহুর্তটার কথা জানতে চাইছিলাম-

দ্যাট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং। কান্ট ডিসক্রাইব ইউ এ্যাবাউট দ্যাট মোমেন্ট। আই ওয়াজ সো মাচ হ্যাপি।

১৯ অক্টোবর চীনে যাচ্ছেন। মানসিকভাবে কীভাবে নিজেকে সতেজ রেখেছেন?

জানি অনেক চ্যালেঞ্জ আসবে। যতটুকু পারি ওইগুলোর প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি হাতে সময়ও খুব কম। এ বিষয়টাকেও মাথায় রাখতে হচ্ছে। গ্রুমিংয়েও বেশ সময় লাগে, তার পর্যাপ্ত সময় মিলছে না। তারপরও ‘ত্রুটি’ থাকবে না আশাকরি। নিজের সাধ্যমত চেষ্টা করছি, সর্বোচ্চ ভালোটা করার।

মিস ওয়ার্ল্ডের এই আসরে আপনি দেশের প্রতিনিধিত্ব করছেন। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

আমার মাধ্যমে আমার দেশ রিপ্রেজেন্ট হবে, তাই আমাকে ‘ভালো’টাই করতে হবে। মাথার মধ্যে সর্বক্ষণ এই জিনিসটাই ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি এক্সাইটমেন্ট ও নার্ভাসনেস বিষয়টিও কাজ করছে, কারণ এতবড় একটা আসর। সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন।

নিজের কোন দুর্বলতা আছে নিশ্চয়?

(একটু হেসে) ‘দুর্বলতা’ জিনিসটাই এখনো ডিসকভার করতে পারিনি।

আর প্রবলতা?

আমার ভেতরে কনফিডেন্স আছে। এটাই আমার শক্তি। এগিয়ে যাওয়ার মন্ত্র।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছেন। এর পরের স্বপ্ন?

আপাতত কিছু ভাবছি না। কারণ আমার অনেক দায়িত্ব। গোটা দেশকে প্রতিনিধিত্ব করছি। স্বপ্ন দেখছি মিস ওয়ার্ল্ড হওয়ার। বাংলাদেশকে এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় তুলে ধরার।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হওয়ার পর যতটা না প্রশংসা পেয়েছেন, তার থেকেও বেশি সমালোচিত হয়েছেন। কোনটা আপনাকে একটু বেশিই আঘাত দিয়েছে?

কোনকিছুই নয়। সবকিছুকেই মোটিভেট হিসেবে নিয়েছি। যদি কেউ নেগেটিভ কমেন্টসও করে থাকে, আমি সেটিকে পজেটিভভাবে নিয়েছি। হয়তো তারা কিছু দেখেই এ মন্তব্য করেছে। আই অ্যাম ট্রাইং মাই বেস্ট, টু ইমপ্রুভিং মাইসেলফ। যাতে পরবর্তীতে কেউ আর কিছু বলতে না পারে।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিদের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে? এ বিষয়টি নিয়ে আপনি কি বলবেন?

আলাদা করে এ বিষয়টি নিয়ে বলার কিছু নেই। ইটস নরমাল। কারণ সবারই পার্সোনাল লাইফ থাকে। এক্স বয়ফ্রেন্ড, রিলেশনশীপ থাকে। এটি নিয়ে হাইলাইটস করে বলার কিছু নেই।

আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহুর্ত কি?

যখন আমাকে উইনিং হিসেবে ঘোষণা করা হয়েছে, ওই মুহুর্তটাই আমার জীবনের সবচেয়ে ‘সুন্দর’ মুহুর্ত। যেটি আমার আমৃত্যু মনে থাকবে।

পড়ালেখা নিয়ে কী ভাবছেন?

বর্তমানে এ লেভেলে পড়ছি। আপাতত বিরতিতে আছি। চীন থেকে ফেরার পর আবার পুরোদমে পড়ালেখা শুরু করবো।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে নানা বিতর্ক ছিল। প্রথম ঘোষণায় আপনি রানার আপ ছিলেন। পরে হলেন চ্যাম্পিয়ন। যদিও এটি একটি কম্পিটিশন ছিল, তারপরও পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি আনএক্সপেক্টেড ছিল। রানার আপ হওয়ার পর রেসপন্সটা বেশি ছিলনা, যেটি চ্যাম্পিয়ন হওয়ার পর হয়েছে।

নভেম্বরে ‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে যদি আপনার নাম ঘোষণা করা হয়, তখন সেই মুহূর্তের কথা একবার চোখ বুঝে ভাবুন তো।

অনেক, অনেক, অনেক বেশি খুশি হবো। কারণ আমি নিজেকে প্রুভ করতে পারবো। বাংলাদেশের জন্য বড় একটা সাফল্যও হবে। ভীষণ খুশি হবো, ভীষণ। এবং অবশ্যই গ্রেটফুল হবো আল্লাহর কাছে।

সৌজন্য: নতুন সময়


পাঠকের মন্তব্য (০)

লগইন করুন


এ সম্পর্কিত খবর

রংপুরে এনজিও আশার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

রংপুরে এনজিও আশার বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

সরকারি সংস্থা এসোসিয়েশন ফর সোস্যাল এ্যাডভ্যান্সমেন্ট-আশা’র রংপুরের বাহার কাছনা শাখায় অনিয়ম, দুর্নীর্তি, চড়া সুদ, ফাঁকা 

‘ইমরান খানকে ডাকা হবে না, এটাই আমাদের প্রত্যাশিত ছিল’

‘ইমরান খানকে ডাকা হবে না, এটাই আমাদের প্রত্যাশিত ছিল’

নরেন্দ্র মোদি যা করেছেন, তা বাধ্যবাধকতায়। তার শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দিল্লির আমন্ত্রণ

দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ

দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী নিয়োগ

লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইন প্রণেতাদের নেতা নির্বাচিত হওয়ার পর নরেন্দ্র


কুবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা

কুবিতে বাংলাদেশ অর্থনীতি সমিতির বিকল্প বাজেট প্রস্তাবনা

      কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ বিনির্মাণে 'বাংলাদেশ অর্থনীতি সমিতির

ময়নুলের মামলার নথিতে অসংলগ্ন তথ্যের অভিযোগ

ময়নুলের মামলার নথিতে অসংলগ্ন তথ্যের অভিযোগ

  'হিন্দুধর্ম অবমাননার অভিযোগে' গ্রেফতার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং : দেশের মানুষের চোখে

বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং : দেশের মানুষের চোখে

মুহম্মদ জাফর ইকবাল আগেই বলে রাখছি আজকের লেখাটি পড়ে কারো কারো মন খারাপ হতে পারে।


মোদিকে টেলিফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

মোদিকে টেলিফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে বিপুল জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করছে পিবিআই

নুসরাত হত্যায় ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত করছে পিবিআই

মাদরাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলায় ফেনী আওয়ামী লীগের দুই নেতাসহ মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট

এবার বাংলাদেশের বিশ্বকাপ জেতার খুব ভালো সুযোগ:সাকিব

এবার বাংলাদেশের বিশ্বকাপ জেতার খুব ভালো সুযোগ:সাকিব

বিশ্বকাপ শুরুর আগে দারুণ একটি খবর পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে নামার আগে আইসিসির সবশেষ

ব্রেকিং নিউজ

ঈদে’র জামা

ঈদে’র জামা

৩০ মে, ২০১৯ ১২:১০