১৬ নভেম্বর, ২০১৮ ১৮:৪৬:৫৭
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতনিধি:
“মানুষ দারিদ্র্যের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারে কিন্তু মর্যাদা এবং আশা ছাড়া নয়” এই স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় ‘আন্তর্জাতিক মর্যাদা দিবস’ উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে ফ্রেন্ডশিপ সংস্থার আয়োজনে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম সাইফুল ইসলাম, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, আঞ্চলিক ব্যবস্থাপক এমদাদুল হক, আনোয়ারুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক রেজোয়ানুল হক ও সিনিয়র সুপারভাইজার আহসান হাবীব প্রমুখ।
এর আগে চিত্রাংকন প্রতিযোগিতায় সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। পরে তিন জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।