০১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৪:৫৫
স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচনে যেসব সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে রাখা হয়েছে তাদের মধ্যে জানিপপ ও এর চেয়ারম্যান বেরোবি উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে বিরত রাখতে নির্বাচন কমিশিনের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। শনিবার প্রধান নির্বাচন কমিশন কেএম নুরুল হুদার কাছে পত্র মারফত এ দাবি জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিইসিকে পাঠানো পত্রে মির্জা ফখরুল উল্লেখ করেছেন, বিগত রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের সম্ভাব্য প্রার্থী রাশেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। তিনি রাশেক রহমানের মোটর শোভাযাত্রার অগ্রভাগে থেকে পুরো রংপুর প্রদক্ষিণ করেছেন।
মির্জা ফখরুল আরও উল্লেখ করেছেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বিভিন্ন সরকারী কোর্সে পুলিশ ও র্যাব সদস্যদের উদ্দেশ্যে সরকারের পক্ষে বক্তব্য প্রদান করে থাকেন। এছাড়া, বিভিন্ন টকশো ও আলোচনায় তিনি নিজেকে আওয়ামী বুদ্ধিজীবী হিসেবে উপস্থাপন করে থাকেন। আ’লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাগিনা ড. নাজমুল আহসান কলিমউল্লাহ একটি রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে নিরপেক্ষতা ভঙ্গ করেছেন।
পত্রে এসব অভিযোগ তুলে ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও তার সংস্থা জানিপপকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব প্রদান না করতে সিইসির প্রতি জোর দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।