২১ মে, ২০১৯ ১৪:৪৯:১৮
ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।২১ মে (মঙ্গলবার) দুপুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে শুরু হয়ে কলা অনুষদ হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল গেট প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাষ্কর্য চত্বরে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য নেতাকর্মীরা। আনন্দ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘোষিত পূর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কেন্দ্রীয় কমিটিতে যাদের স্থান দিয়েছেন তারাই চূড়ান্ত। এর বিপরীতে কোনো কথা হতে পারে না।" শোভন-রাব্বানী পরিষদ কমিটি পূর্ণাঙ্গ করায় তাদেরও শুভেচ্ছা জানান মিছিলকারীরা।
উল্লেখ্য, সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে সোমবার ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগ।