bdtnews 24
বেরোবি প্রতিনিধি:
২৩ মে, ২০১৯ ১৬:৪২:৩০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ভূগোল ওপরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাকিরুল ইসলাম মুরাদকে সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী এস.এম. বদরুদৌজা চৌধুরী সিফাতকে সাধারণ সম্পাদক মনোনীতকরা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি।
এছাড়া সহ-সভাপতি হিসেবে হাসান হাফিজ রাজু ও আখেরুজ্জামান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম সবুজ ও রাসেল রানা এবং সাংগঠনিক সম্পাদকপদে মনিরুজ্জামান মাসুম ও আরিফ হোসেনকে মনোনীত করা হয়েছে।