জাককানইবি’র এম.বি.এ ইভিনিং প্রোগ্রামের নবীণ বরণ ও ইফতার অনুষ্ঠিত
২৫ মে, ২০১৯ ১৪:৫৯:৪৪
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এম.বি.এ ইভিনিং প্রোগ্রামের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ময়মনসিংহ কমার্স কলেজে উক্ত নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ( ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর, ইভিনিং (এম. বি. এ) এর পরিচালক ড. মোঃ রাজু আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের (ইভিনিং এম. বি. এ) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিধাতা যদি আমাকে জিজ্ঞেস করে মোস্তাফিজুর তুমি আর কি চাও,আমি বলবো আমি এই সম্মানিত, মেধাবী শিক্ষকদের অধীনে এমবিএ প্রোগামে ভর্তি হতে চাই এবং এতো সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম.বি.এ ( ইভিনিং) এর সহকারী পরিচালক বিজয় চন্দ্র দাস।