bdtnews 24
গাইবান্ধা প্রতিনিধি
২৬ মে, ২০১৯ ১৭:৩৮:০৪
গাইবান্ধার সাদুল্যাপুরে বুদা শেখ (৪৭) নামে এক কাপড় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৬ মে) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠায় পুলিশ।
এর আগে শনিবার (২৫ মে) দিনগত গভীর রাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর এলাকায় নিজ কাপড়ের দোকানে এ হত্যার ঘটনা ঘটে। বুদা শেখ ইসবপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুদা শেখ রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে দোকানে নিয়ে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বুদা শেখের।
রোববার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে শনিবার দিনগত রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে বুদার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।