২৬ মে, ২০১৯ ১৭:৪৩:১৪
পঞ্চগড় সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রোজামুনি নামে ২২ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার হিলিবোর্ড শিপাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু রোজামুনি ওই এলাকার রমজান আলীর মেয়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিশুটিকে ঘুমিয়ে দিয়ে তার বাবা-মা বাড়ির বাইরে যান। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড হলে দু’টি ঘরের সবকিছুসহ ঘুমন্ত শিশু রোজামুনি পুড়ে মারা যায়।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা শবনম।