bdtnews 24
শামসুদ দোহা
২৮ মে, ২০১৯ ২২:২৪:৩১
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাটের পাটগ্রাম শাখায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় খাদ্য গুদামে জমা দেয়া ধানের টাকা পাচ্ছেন না কৃষক।
উপজেলা খাদ্য গুদামে গত ১৯ মে ধান জমা দেয় কৃষক হারুনুর রশিদ ও মিলন হোসেন। কর্তৃপক্ষের দেওয়া সরকারি ওজনমান মজুদ সনদ নিয়ে টাকা উত্তোলনের জন্য গতকাল মঙলবার (২৮ মে) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখায় যায় ওই দুই কৃষক। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা না আসায় টাকা দেয়া সম্ভব নয় বলে কৃষকদের ফিরিয়ে দেন ব্যাংক ব্যবস্থাপক।
কৃষক মিলন হোসেন জানান, ‘পাটগ্রাম খাদ্য গুদামে প্রতি কেজি ২৬ টাকা দরে ৪৮০ কেজি ধান জমা দিয়েছি। ব্যাংকে গিয়ে শুনি টাকা দেয়ার নির্দেশ নাই।’
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাটগ্রাম শাখা ব্যবস্থাপক লিমন হাবিব দুই কৃষককে ফেরত দেয়ার কথা ¯^ীকার করে বলেন, ‘কৃষকদের টাকা প্রদানে উর্দ্ধতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা নেই। প্রয়োজনীয় নির্দেশনা আসলে কৃষকদের টাকা প্রদান করা হবে।’
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আঞ্চলিক ব্যাবস্থাপক রুহুল আমিন সরকার বলেন, ‘প্রধান কার্যালয় থেকে টাকা দেওয়ার কোনো নির্দেশনা নাই। বরাদ্দও আসেনি। তাই টাকা দেওয়া সম্ভব হচ্ছে না।’
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে যোগাযোগ করে সমস্যা জেনে জরুরী সমাধানের চেষ্টা করছি।