bdtnews 24
শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি
৩০ মে, ২০১৯ ১০:৫৪:১৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের র্সসদ সদস্য প্রকৌশী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। সাবেক সংসদ সদস্য জাপা নেতা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান চৌধুরী, জাসদ নেতা খলিলুর রহমান, জাপা নেতা আব্দুল গণি সরকার, ওয়ার্কার্স পার্টির নেতা এমএ মোতিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এসএম আবেদ হোসেন, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু ও সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আরম শরিফুল ইসলাম জর্জ ও আবু সুফিয়ান মন্ডল, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন নুনু, প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মুকু, সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য কে এম জাহাঙ্গীর আলম, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক মন্ডলী,মসজিদের ইমাম ও সভাপতি, সেক্রেটারী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ্ উপস্থিত ছিলেন।