bdtnews 24
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ
৩০ মে, ২০১৯ ১১:৪১:২৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা পূণম চাঁদ ভূতোরিয়া কলেজের চার তলা
ভবন নির্মাণে কোনো প্রকার নিম্মমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১২ টায় এ দাবী করে পাটগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ঠিকাদার রাশেদুল ইসলাম সুইট। সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম সুইট দাবী করেন- ভবনটি নির্মাণের সময় সহকারী শিক্ষা প্রকৌশলী, জেলা প্রকৌশলী, কলেজ সভাপতি, অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করা হয়। লিখিত বক্তব্যে মিথ্যা অভিযোগ ও প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে সুইট বলেন, কাজটি শুরু করার আগে কলেজের অধ্যক্ষ মোস্তাফিজার রহমান বসুনিয়া কাজটি নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেয়। অবৈধ প্রক্রিয়ায় তাকে কাজটি না দিয়ে প্লান ও ডিজাইন অনুযায়ী কাজ শুরু করা হয়। পরে অধ্যক্ষ অবৈধ সুবিধা দাবী করেন। সুবিধা আদায় করতে না পেরে আমার ও কাজের উপর ক্ষুদ্ধ হয়েই ওই অধ্যক্ষ নির্মাণ কাজে একাধিকবার প্রতিবন্ধকতার সৃষ্টি করে। গত ২৬ মে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করে কাজ বন্ধ করে দেন। যা কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘নির্মাণ কাজ সার্বক্ষণিক একজন উপ সহকারী প্রকৌশলী তদারকি করছেন। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। বিজ্ঞপ্তিতে যা উল্লেখ ছিল তা ব্যবহার করে কাজ করা হয়। কলেজ অধ্যক্ষ কেন অভিযোগ করছেন সেটা বোধগম্য নয়।’